মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ! ক্ষোভ উগড়ে দিলেন মন্ত্রী
মালদায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রতিবাদে শিক্ষকদের ১২ ঘণ্টার প্রতীকী অনশন
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললেই পুলিশ হয়রানি করছে! উঠল বড় অভিযোগ
ইয়েমেনের রক্তাক্ত সকাল, মার্কিন হামলায় মৃত বহু শ্রমিক
মাঝ আকাশে বিমান হাইজ্যাকের চেষ্টা! যাত্রীর গুলিতে নিহত অভিযুক্ত
চোলাই মদ নির্মূলে মেদিনীপুরে যৌথ অভিযান, ধৃত এক ব্যক্তি
ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক কারণে হচ্ছে! কী বলছেন সাংসদ
মুর্শিদাবাদ নিয়ে বাংলাদেশের উদ্বেগ! তীব্র প্রতিক্রিয়া দেখাল ভারত
অশান্তির পুঙ্খানুপুঙ্খ তদন্তে মালদার পথে মহিলা কমিশনের টিম

গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বাজারে বসানো হল ' ওয়াটার এটিএম '

খুশি স্থানীয় বাসিন্দারা।

author-image
Adrita
New Update
c

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ এবার গ্রাম পঞ্চায়েত এলাকার বড় বড় বাজার গুলিতে বসবে ওয়াটার এটিএম। যেখানে অল্প মুল্যে বিশুদ্ধ পানীয় জল পাবে মানুষজন, এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান চন্দন বেরা। তিনি জানান, '' প্রথম পর্যায়ে প্রায় ৭ লক্ষ টাকা ব্যায়ে গ্রাম পঞ্চায়েতে অন্তগর্ত মাড়তলা বাজার ও আলোককেন্দ্র মোড়ে দুটি ওয়াটার এ টি এম বসবে।২ টাকায় এক লিটার, ৫ টাকায় ৫ লিটার এবং ১০  টাকায় কুড়ি লিটার বিশুদ্ধ পানীয় জল পাবেন মানুষজন। ''

তিনি আরও বলেন যে, '' বর্তমান বাজারে মিনারাল ওয়াটারের দাম বেশী। রাস্তাঘাটে মানুষের জলের প্রয়োজন হলে বেশী দাম দিয়ে দোকানে জল কিনতে হয়। কিন্তু বাজারগুলিতে এই ওয়াটার এটিএম বসলে অনেকেই অল্প মুল্যে বিশুদ্ধ পানীয় জল পাবে। তাই আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৫০ লক্ষ টাকার স্কীম ধরা হয়েছ। যার মধ্যে লাইট, পানীয় জল, পুকুরের গার্ডোয়াল, ছোটো ঢালাই রাস্তা, নোংরা ফেলার ভ্যাটসহ একাধিক প্রকল্পকে বাজেটের মধ্যে ধরা হয়েছে। '' 

Mitra Aqua Water ATM Vending Machine for Schools, Offices, Hotels,  Restaurants, Cafeterias : Amazon.in: Industrial & Scientific

আমরা সকলেই জানি জলের আর এক নাম জীবন, তাই এই ব্যবস্থাপনায় খুশি স্থানীয় বাসিন্দারা।