হরি ঘোষ, জামুড়িয়া: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়, প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের আগেই দুটি গ্রাম পঞ্চায়েত জিতে নিল তৃণমূল কংগ্রেস। জামুড়িয়ার শ্যামলা গ্রাম পঞ্চায়েত ও কেন্দা গ্রাম পঞ্চায়েতে জয় পেয়ে গেল তৃণমূল কংগ্রেস।
শ্যামলা গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসনের মধ্যে মাত্র ৩টিতে সিপিআইএম প্রার্থী দিতে পেরেছে। যার ফলে ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতটি নিজেদের দখলে রাখল। অন্যদিকে, কেন্দা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৯টি। মাত্র ২টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম। ফলে ৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী দিতে না পারার কারণ হিসেবে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসকে দায়ী করেছেন বিজেপি নেতা রমেশ ঘোষ ও সিপিআইএম নেতা নিমাই সাংগুই। অপরদিকে, বিরোধীরা যোগ্য প্রার্থী পায়নি বলে দাবি করছেন তৃণমূল নেতা বুধন রুইদাস।