নিজস্ব সংবাদদাতা, বেলদা: নাবালিকার বিয়ে ও অল্প বয়সে গর্ভধারণ রোধ করতে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল প্রশাসন। শুক্রবার দাঁতন ২ ব্লকের তালদা গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর এলাকায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাঁতন ২ ব্লক প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসনের যৌথ উদ্যোগে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রূপশ্রী, কন্যাশ্রী সহ মেয়েদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পোস্টার হাতে নিয়ে মিছিলে পা মেলান স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য সহায়িকা সহ এলাকার মানুষজন। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সচেতন করতে পথনাটিকা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
/anm-bengali/media/media_files/2025/03/01/nueTyE7CFjLe0Zprmb1Y.jpeg)
উপস্থিত ছিলেন বিডিও অভিরূপ ভট্টাচার্য, ব্লক স্বাস্থ্য আধিকারিক নিলয় কুমার দাস, দাঁতন থানার আইসি তীর্থ সারথী হালদার, শিশু সুরক্ষা আধিকারিক কৌশিক রায় সহ অন্যান্যরা। বিডিও অভিরূপ ভট্টাচার্য বলেন, “দাঁতন ২ ব্লক এলাকায় সচেতনতার অভাবে ক্রমবর্ধমান নাবালিকার বিয়ে ও অল্প বয়সে গর্ভাধারণ আটকাতে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনে এ নিয়ে আরও বেশি বেশি করে বিভিন্ন স্কুলেও সচেতনতা শিবিরের আয়োজন করা হবে।
/anm-bengali/media/media_files/2025/03/01/lVTIbQk2CsxdkmzyJ9lE.jpeg)