নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সরকারি জায়গায় বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে, টেন্ডার হয়ে গিয়েছে, তাও হলো না যাত্রী প্রতিক্ষালয়। এলাকাবাসীরা চাইছেন প্রতিক্ষালয় হোক, কিন্তু সরকারি জায়গা দখল করে নিজের বলে দাবি করায় যাত্রী প্রতীক্ষালয়ের টাকা ফিরিয়ে নেওয়ার জন্য জেলাশাসককে চিঠি দিলেন বিধায়ক।
/anm-bengali/media/media_files/2025/03/05/oq9x3oo76bLRLVuQq0Jj.PNG)
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ইসলামপুর এলাকায় বালিচক থেকে সবং এবং পিংলা রাজ্য সড়কের ওপর এই এলাকার বিধায়ক তহবিল থেকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যায়ে যাত্রী প্রতিক্ষালয় তৈরি হওয়ার কথা ছিল। ইতিমধ্যে অর্থও বরাদ্দ হয়েছিল। টেন্ডারও হয়েছিল। কিন্তু যেই জায়গায় হবে সেই সরকারি জায়গা নিজেদের দাবি করে বাধা দেয় এক ব্যক্তি। তাই জেলাশাসককে চিঠি লিখে সেই টাকা ফিরিয়ে নিয়ে অন্যত্র কাজে লাগানোর আবেদন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। কয়েকমাস আগেই তিনি কথা দিয়েছিলেন ওই এলাকার মানুষজনের জন্য তিনি একটি যাত্রী প্রতীক্ষালয় তৈরী করবেন। এর কারণ হল বর্ষাকাল বা গ্রীষ্মকালে যাত্রীদের অনেক অসুবিধা হয়। বাস বা ট্রেকার ধরার জন্য অনেক মানুষ রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকেন। কিন্তু সরকারি জায়গা নিজের দাবি করে কাজই করতে দিলো না এক ব্যক্তি। যদিও এলাকার বেশীরভাগ মানুষ চাইছেন ওই এলাকায় যাত্রী প্রতীক্ষালয় হোক। বিধায়ক ডঃ হুমায়ুন কবীর বলেয়েছেন, "যাত্রী প্রতিক্ষালয় করতে আমি সব সময়ই রাজি আছি। আমার কোনো অসুবিধা নেই। জায়গা ছাড়লেই প্রতীক্ষালয় হবে"।