মুর্শিদাবাদের হিংসায় জড়িয়ে রয়েছেন বাংলাদেশের দুষ্কৃতীরা ! ভয়ঙ্কর তথ্য মিলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে
৭০% নয় ৩০% কে সুরক্ষিত রাখতে চায় তৃণমূল ! এবার রাজ্য সরকারকে দুষলেন মুখতার আব্বাস নকভি
কেশপুরে পশ্চিমবঙ্গ দিবস ও নববর্ষ উদযাপন
মুর্শিদাবাদ কাণ্ডে ১০৯৩ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করল পুলিশ
দুর্গাপুরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন
দুর্গাপুর: মোবাইল চুরি, গ্রেফতার ১
‘এনডিএ বিহারে সরকার গঠন করছে না’, তেজস্বী-রাহুলের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত
মুর্শিদাবাদ নিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য
ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হওয়া ৪ জনকে হাতেনাতে ধরলো পুলিশ, বঙ্গ পুলিশের চরম সাফল্য

যাত্রী প্রতীক্ষালয় বানাতে প্রস্তুত বিধায়ক, তবু টাকা ফিরিয়ে নিতে জেলাশাসককে চিঠি! কি সমস্যা?

মুখ খুললেন বিধায়ক।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-05 at 5.52.30 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সরকারি জায়গায় বিধায়ক তহবিল থেকে অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে, টেন্ডার হয়ে গিয়েছে, তাও হলো না যাত্রী প্রতিক্ষালয়। এলাকাবাসীরা চাইছেন প্রতিক্ষালয় হোক, কিন্তু সরকারি জায়গা দখল করে নিজের বলে দাবি করায় যাত্রী প্রতীক্ষালয়ের টাকা ফিরিয়ে নেওয়ার জন্য জেলাশাসককে চিঠি দিলেন বিধায়ক।

waiting

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ইসলামপুর এলাকায় বালিচক থেকে সবং এবং  পিংলা রাজ্য সড়কের ওপর এই এলাকার বিধায়ক তহবিল থেকে প্রায় ৩ লক্ষ টাকা ব্যায়ে যাত্রী প্রতিক্ষালয় তৈরি হওয়ার কথা ছিল। ইতিমধ্যে অর্থও বরাদ্দ হয়েছিল। টেন্ডারও হয়েছিল। কিন্তু যেই জায়গায় হবে সেই সরকারি জায়গা নিজেদের দাবি করে বাধা দেয় এক ব্যক্তি। তাই জেলাশাসককে চিঠি লিখে সেই টাকা ফিরিয়ে নিয়ে অন্যত্র কাজে লাগানোর আবেদন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। কয়েকমাস আগেই তিনি কথা দিয়েছিলেন ওই এলাকার মানুষজনের জন্য তিনি একটি যাত্রী প্রতীক্ষালয় তৈরী করবেন। এর কারণ হল বর্ষাকাল বা গ্রীষ্মকালে যাত্রীদের অনেক অসুবিধা হয়। বাস বা ট্রেকার ধরার জন্য অনেক মানুষ রাস্তার ধারেই দাঁড়িয়ে থাকেন। কিন্তু সরকারি জায়গা নিজের দাবি করে কাজই করতে দিলো না এক ব্যক্তি। যদিও এলাকার বেশীরভাগ মানুষ চাইছেন ওই এলাকায় যাত্রী প্রতীক্ষালয় হোক। বিধায়ক ডঃ হুমায়ুন কবীর বলেয়েছেন, "যাত্রী প্রতিক্ষালয় করতে আমি সব সময়ই রাজি আছি। আমার কোনো অসুবিধা নেই। জায়গা ছাড়লেই প্রতীক্ষালয় হবে"।