প্রকাশ্য রাস্তায় ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা, অবস্থা আশঙ্কাজনক

অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা। সাতসকালে ফের হল শুটআউট। আহত খোদ শাসক দলের নেতা। ঘটনা ডায়মন্ড হারবারের নোয়াখালি থানার অন্তর্গত ডোঙ্গারিয়া দক্ষিণ রায়পুর এলাকার। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় এক দল দুষ্কৃতী বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পিঠে ও বুকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই তৃণমূল নেতা। শুরু হয়েছে চিকিৎসা। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

shoot

যা জানা যাচ্ছে, এদিন বেলা ১১টা নাগাদ নিজের কাজের জন্যে রাস্তায় দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল। এমন সময় বাইকে করে আসা ৩ দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি গিয়ে লাগে তাঁর পিঠে ও বুকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কৃষ্ণ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখে তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। অভিযুক্তরা সকলেই পলাতক বলে জানা গিয়েছে। 

ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। চলছে নাকা তল্লাশিও। তবে এই ঘটনার জন্যে গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছে এলাকাবাসী।

tmckerala1