পাহাড় থেকে নামল বাঘিনী, হিমসিম বন দফতরের কর্মীরা

হিমসিম বন দফতরের কর্মীরা।  

author-image
Adrita
New Update
royal-bengal-tiger-joynagar_480x480

file picture

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়াঃ টানা ৫ দিন বান্দোয়ানের রাইকা পাহাড়ে থাকার পর অবশেষে বাঘিনী অবস্থান করল। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোরে ওই বাঘিনীটি রাইকা পাহাড় থেকে নেমে সোজা চলে যায় মানবাজার দু নম্বর ব্লকের ডাঁগরডি বিটের পাঁড়ারার জঙ্গলে।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এই বাঘিনীকে নিয়ে হিমসিম খাওয়ার অবস্থা বনদপ্তরের।