নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দাবি করেছেন যে বিজেপি জিতলে রাজ্য বন্ধ হবে লোকের ভান্ডার।
/anm-bengali/media/post_attachments/d71b711bff6ba3bd425162b7e5f6577086acab711f9daabad2bd311a22b459ac.jpg)
এই আবহে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায়, '' তৃণমূল কোনদিন বাংলায় হারাবে না। কোন বিজেপি নেতার ঠাকুরদার ক্ষমতা নেই লক্ষীর ভান্ডার বন্ধ করার। লক্ষীর ভান্ডারে কেউ হাত লাগালে খুন্তি, হাঁড়ি, কড়ার খেলা হবে। ওরা জানে না বাংলা অন্যরকম। মা-বোনেরা জোট বাঁধলে ওদের বদলে দিতে বেশি সময় লাগবে না। ''
/anm-bengali/media/post_attachments/165bec930bc0d6ca4fa74c1c2518c7cf2d4181e47b5f535daeee8422c43b385b.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)