বেআইনি ই-রিক্সা বেড়ে যাওয়ায় বাড়ছে যানজটের সমস্যা

বাড়ছে যানজটের সমস্যা।   

author-image
Adrita
New Update
s

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বেআইনি ই-রিক্সার সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তাঘাটে যানজট বাড়ছে। তাই বেআইনি ই-রিক্সা বন্ধে অভিযানে নামলো পরিবহন দপ্তর। জানা গিয়েছে, আজ দুপুরে পশ্চিম মেদিনীপুরের আরটিও সন্দীপ সাহা-র নেতৃত্বে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত পানাছত্রে অশোক দে-র অবৈধ ই-রিক্সা বিক্রির দোকানে অভিযান চালিয়ে ২১টি ই রিক্সা ও ২৩টি ই স্কুটার বাজেয়াপ্ত করে এবং দোকানটি সিল করে দেন।

এই বিষয়ে, আরটিও সন্দীপ সাহা বলেন, ' রাজ্য সরকারের নির্দেশে আমরা আজকে অভিযান চালিয়েছি। এই দোকানে প্রচুর গাড়ি অবৈধভাবে বিক্রি হয়েছে। কিন্তু কোনো স্টক ও সেল রেজিস্টার কিছুই নেই, শুধু একটা ট্রেড লাইসেন্স আছে। আমরা আজকে ২১টি ই রিক্সা ও ২৩টি ই স্কুটার সিজ করলাম এবং দোকান সিল করে দিলাম। দোকান মালিককে বলা হয়েছে রেজিস্ট্রেশন করে গাড়ি বিক্রি করত। দোকান মালিককে যাবতীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। সবকিছু খতিয়ে দেখে আমরা জরিমানা ধার্য করব। ' 

দোকানের মালিক অশোক দে জানান, ' তাদের বিক্রি করা ৩৫০-৪০০ টোটোর মধ্যে ২০-২৫ টি টোটোর রেজিস্ট্রেশন হয়নি। রেজিস্ট্রেশন না থাকায় আরটিও তাদের দোকান সিল করে দিয়েছেন। তার অভিযোগ বহু দোকান অবৈধভাবে টোটো বিক্রি করছে। তার আরও অভিযোগ, কোম্পানির টিসিআর থাকা সত্ত্বেও তাদের দোকান সিল করা হয়েছে। '