ব্রিটিশ আমলের গালা শিল্পের ধারক বোলপুরের এই ব্যক্তি
মুঘল ও ব্রিটিশ আমলের গালা শিল্পের ধারক ছিলেন শেখ ইউসুফ আলি। তিনি সরকারের কাছে সাহায্য চান৷ এই শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ৷
নিজস্ব সংবাদদাতা: এককালে ভারতের গালা শিল্পের পীঠস্থান ছিল বীরভূমের ইলামবাজার । মুঘল থেকে ব্রিটিশ, সকলের গালার রমরমা বাণিজ্য কেন্দ্র ছিল ইলামবাজার। আজ তা অতীত ৷ যদিও, এই অঞ্চলের সেই প্রাচীন গালা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বোলপুরের সুরুল গ্রামের শেখ ইউসুফ আলি ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলামবাজার অঞ্চলে এই শিল্পের ধারক ও বাহক ছিলেন গুঁই সম্প্রদায়ের মানুষ ৷ এক সময় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতীর শিল্প সদনে গোপাল গুঁই ও নেপাল গুঁই গালা শিল্পের প্রশিক্ষণ দিতে এসেছিলেন ৷ পরবর্তীতে তা বন্ধ হয়ে যায় ৷ এই গুঁই পরিবারের অজিত গুঁইয়ের ছাত্র শিল্পী শেখ ইউসুফ আলি ৷ তাঁর গালার অনবদ্য সব শিল্পকর্মগুলি তাক লাগানোর মতো ৷ এখনও তাঁর হাত ধরে বেঁচে আছে ঐতিহ্য। তবে শিল্পীর আক্ষেপ, প্রাচীন এই শিল্পকে বাঁচিয়ে রেখে সমৃদ্ধ করার দিকে নজর নেই প্রশাসনের ৷