নিজস্ব সংবাদদাতা: প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা। বৃহস্পতিবার রাতে ইএম বাইপাসের ধারে এক তরুণীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, তাঁর ‘লোকেশন’ খোঁজা হয় জিপিএস ট্র্যাকার ব্যবহার করে। খুনের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিবাদ। পুলিশ জানায়, মহম্মদ ফারুক আনসারির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন রফিয়া সাকিল শেখ। পরবর্তীতে তাঁদের সম্পর্ক আন্দাজ করে ফেলে পরিবার। ফারুকের স্ত্রী এবং ১৬ বছরের পুত্র বাবার ‘প্রেমিকা’-কে খুনের পরিকল্পনা করেন। যার পরিণাম বৃহস্পতিবার রাতের হত্যাকাণ্ড।