এবার ট্যাংরা ! হেলে পড়ল বহুতল, চাঞ্চল্য

চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।

author-image
Adrita
New Update
া

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বাঘাযতীন, কামারহাটি আর এবার ট্য়াংরা! ক্রিস্টোফার রোডে হেলে পড়ল নির্মীয়মাণ বাড়ি। সূত্র মারফত জানা গিয়েছে, যে, গতকাল কামারহাটিতে এই রকমভাবেই একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ে। জানা যায়, চায়না কোম্পানিকে দিয়ে সোজা করার কাজ শুরু করেছিলেন প্রোমোটার। কিন্তু সোজা করতে গিয়ে আরও হেলে যায় সেটি, আর এবার কলকাতায় ফের ধরা পড়ল একই ছবি।

ঘটনাটি ঘটেছে কলকাতা পৌরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডে। দেখা যাচ্ছে, সেখানে একটি বহুতল নির্মাণ হচ্ছিল। যেখানে বহুতলটি নির্মিত হচ্ছে, ঠিক তার পাশেই রয়েছে আরও একটি বহুতল। সেখানে বসবাসও করেন লোকজন।

Tangra | এবার হেলে গেলো ট্যাংরার নির্মীয়মাণ বাড়ি! গ্যাপ নেই দুটি বহুতলের  মাঝে! আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে পাশের বহুতলটির একেবারে গা ঘেঁষে হেলে গিয়েছে নির্মীয়মাণ বহুতলটি। গ্যাপ নেই বললেই চলে। গোটা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।