রাজ্য পুলিশে বড় রদবদল, সরানো হল বীরভূমের পুলিশ সুপারকে

এটাও তেমনই এক রুটিন বদলি বলে দাবি করেছে রাজ্য পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: ফের রাজ্য পুলিশে রদবদল। দুই জেলায় পুলিশ সুপারদের বদলি করা হল আজ। শুক্রবার রাজ্য পুলিশের ডিআইজি-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান ও বীরভূমের নতুন এসপি-দের নাম বদল করা হয়েছে। পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার সায়ক দাস। আর বীরভূমের নতুন পুলিশ সুপার হলেন আমনদীপ। তিনি ছিলেন পূর্ব বর্ধমানের এসপি। বীরভূমে এতদিন যিনি এসপি-র দায়িত্ব সামলেছেন, সেই রাজনারায়ণ মুখোপাধ্যায়কে পাঠানো হয়েছে রাজ্য ট্রাফিক পুলিশে। 

বদলির বিজ্ঞপ্তি অনুযায়ী, বীরভূমের সদ্য প্রাক্তন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের এসপি পদে আনা হয়েছে। অন্যদিকে, আইপিএস সায়ক দাস এসএস সিআইডি থেকে পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার হলেন। আর এসপি পূর্ব বর্ধমান আমনদীপ হলেন বীরভূমের নতুন পুলিশ সুপার।

WhatsApp Image 2025-01-10 at 19.31.37

যা জানা যাচ্ছে, অবৈধ বালি খাদান নিয়ে সম্প্রতি অশান্ত বীরভূম নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে অভিযানে নামার নির্দেশ দেন তিনি। তারপর থেকে বালি খাদানগুলিতে পুলিশের তল্লাশি চলছিল। এই আবহেই এসপি-কে বদল করা হল নবান্ন থেকে। যদিও, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখতে জেলা পুলিশ প্রশাসনে প্রায়শয়ই রদবদল হয়। এটাও তেমনই এক রুটিন বদলি বলে দাবি করেছে রাজ্য পুলিশ।

nabammmmma.webp