নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার ২২৪ নং খড়গপুর সদর বিধানসভার ২৫ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট ধরে ভোটার স্ক্রুটনি করছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, কাউন্সিলর আশা দোলাই, শিক্ষক নেতা রঞ্জন দে, ওয়ার্ড সভাপতি জয়ন্ত দত্ত সহ বুথ কর্মীরা। আগামীদিনে পুরো ওয়ার্ড জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানান নির্মল ঘোষ।
/anm-bengali/media/media_files/2025/03/13/TDhJIIXBpdLGxgth2qbR.jpeg)