নিজস্ব সংবাদদাতা: আরজি করে কান পাতলেই শোনা যায় ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান। এই স্লোগান এখন বিদেশের মাটিতেও সমান ভাবে চর্চিত। স্বাভাবিক ভাবেই জয়নগরের আঁচেও লাগলো আরজি করের ছায়া।
আরজি কর আবহেই দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে গতকাল মাঝরাতে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে আজ সকালে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগণার জয়নগর এলাকা। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এলাকায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান গ্রামের স্থানীয় বাসিন্দারা।
সেই উত্তাপের আঁচ এতোটাই স্পষ্ট যে, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও মানুষ এখনও তেঁতে রয়েছে সেখানে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন দফায় দফায়। এমন সময় স্থানীয়দের গলায় শোনা গেল একটাই স্বর, ‘জাস্টিস ফর মহিষমারি’। প্রত্যেকের গলায় উঠেছে একই আওয়াজ। এমনকি এখানেই শেষ নয়। গ্রামে যাওয়া রাজনৈতিক দলের নেতা নেত্রীদের গ্রামে ঢুকতে বাধাও দিচ্ছেন স্থানীয়রা। উঠেছে ‘গো ব্যাক’ স্লোগান।
ইতিমধ্যেই জয়নগর গ্রামীণ হাসপাতালের সামনে গিয়েছেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও তাঁদের দলীয় নেতা নেত্রীরা। কিন্তু এদের প্রত্যেককেই ‘গো ব্যাক’ স্লোগান দেন গ্রামের স্থানীয় মানুষরা। তাঁদের দাবি একটাই, ‘রাজনীতি চান না, বিচার চান’।