যাত্রীবাহী মিনিবাস ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, ব্যস্ত সময়ে ঘটলো দুর্ঘটনা

ডিভিসি মোড় থেকে গ্যামনের দিকে যাচ্ছিল যাত্রীবাহী মিনিবাসটি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-03-10 at 18.39.23

File Picture

নিজস্ব সংবাদদাতা: যাত্রীবাহী মিনিবাসের সাথে ট্রলারের ধাক্কা। ভেঙ্গে পড়লো কাঁচ, তুবড়ে গেল সামনের অংশ। ঘটনায় আহত ৪। 

সোমবার সকালেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের কোকওভেন থানার ডিপিএলের প্রশাসনিক ভবন মোড় এলাকায়। ঘটনাস্থলে মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ ও কোকওভেন থানার পুলিশ দুজনেই পৌঁছায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিভিসি মোড়ের দিক থেকে গ্যামনের দিকে যাচ্ছিল প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি যাত্রীবাহী মিনিবাস। তখনই আচমকা ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলার রাস্তায় উঠছিল। আচমকাই প্রচন্ড গতিসম্পন্ন মিনিবাসের সাথে ট্রলারটির মুখোমুখি ধাক্কা লাগে। খবর পেয়ে ডিভিসি মোড়ে কর্মরত ট্রাফিক গার্ডের দুই পুলিশ সেখানে পৌঁছায়। অ্যাম্বুলেন্স ডেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। 

WhatsApp Image 2025-03-10 at 13.33.04

বিধান চন্দ্র হাজরা নাকে এক ব্যক্তি বলেন, “আমার ভাই বাসের মালিক। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জোরে বাস চালানো উচিত হয়নি”। আপাতত সমগ্র ঘটনার তদন্ত করে দেখছে কোকওভেন থানার পুলিশ।