নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বিদ্যুতের স্মার্ট মিটার চালু, বেকার যুবকদের কাজ, আরজিকরের ঘটনার জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ জনজীবনের একগুচ্ছ দাবিতে আগামী একুশে জানুয়ারি কলকাতায় মহামিছিলের আহ্বান করেছে এসইউসিআই কমিউনিস্ট দল। সেই মিছিলকে সফল করার লক্ষ্যে শনিবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বেলদা শহরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
এই দিন বেলদা কালী মন্দির থেকে মিছিল শুরু হয় এবং বেলদা ট্রাফিক স্ট্যান্ডে এসে শেষ হয়। এই পথসভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য, প্রদীপ দাস ,বংশী মন্ডল , দীপক পাত্র, বেলদা লোকাল কমিটির ইনচার্জ মানস করসহ প্রমুখ নেতৃবৃন্দ। এসইউসি কমিউনিস্ট দলের দাবি যে, ' জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে। জনগণের রোজগার আজকে তলানিতে ঠেকেছে মূল্য হ্রাসের ক্ষেত্রে কোন সরকারের কোন সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। গরিব শোষিত মানুষের ঐক্য যাতে সুদৃঢ় না হয় তাই আজকে জাতপাত ভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক বাতাবরণের চেষ্টা চলছে। তারই প্রতিবাদে আমাদের দল জনগণকে একত্রিত করে গণ আন্দোলন সারা রাজ্যে গড়ে তুলছে। আগামী একুশে জানুয়ারি কলকাতায় লক্ষাধিক মানুষের মহা মিছিল এই মহা মিছিলকে সফল করার লক্ষ্যে আজকের এই প্রচার কর্মসূচি। '