ঘূর্ণিঝড় নাকি গাফিলতি, একরত্তির মৃত্যুর জন্যে দায়ী কে!

বাবা-মা এক মুহুর্তও দেরি না করে তাকে নিয়ে ছুটে যান হাসপাতালে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
babydeath

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাতভর তাণ্ডবের পরে সকালেও দুর্যোগ তখনও পুরোপুরি কাটেনি। আচমকায় একমাসের শিশুকন্যার শ্বাসকষ্ট শুরু হয়। তা দেখেই তার বাবা-মা এক মুহুর্তও দেরি না করে তাকে নিয়ে ছুটে যান হাসপাতালে। কিন্তু এখানেই ঘটে গলদ।

news born baby.jpg

দুর্যোগের কারণ দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, চিকিৎসক নেই, অক্সিজেন নেই। তাই না ওই শিশুকন্যা চিকিৎসা পায়, না পায় অক্সিজেন। এমনকি তাঁর কপালে জোটে না নেবুলাইজার পর্যন্ত। যথারীতি মৃত্যুর কোলে ঢোলে পড়ে একমাসের খুদে। ঝড়ের দিনে এমন ভাবেই চিকিৎসায় অবহেলিত হয়ে প্রাণ হারালো দক্ষিণ ২৪ পরগণার শিশু। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় চিকিৎসা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। এই শিশু মৃত্যুর দায় কার? প্রশ্ন উঠছে এটাই।  

new born baby

Add 1