নিজস্ব সংবাদদাতা: শীতের মরসুমে চন্দ্রকোনায় মুষলধারে বৃষ্টি। অসময়ের বৃষ্টিতে ফের একবার কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় সকাল থেকে ছিল মেঘলা আকাশ। আকাশের মুখভার, সূর্যের দেখা মেলেনি। আর বেলা বারোটার পর অন্ধকার নেমে আসতে থাকে তার কিছু পরেই শুরু হয় বৃষ্টি।
প্রায় মিনিট কুড়ি মুষলধারে বৃষ্টি হতে থাকে। পরিমাণ কমলেও ঝিরঝিরে বৃষ্টি অব্যাহত চন্দ্রকোনায়। আর আলু চাষের মরসুমে অকাল বৃষ্টিতে ফের একবার কপালে চিন্তার ভাঁজ কৃষকদের।
তাদের দাবি, এর আগে একবার নিম্নচাপের জেরে বৃষ্টি হয়ে সদ্য লাগানো আলু জমি ভিজেছিল। ফের বৃষ্টি হওয়ায় আলু চাষের চরম ক্ষতির আশঙ্কা থাকছেই। আজ যে হারে বৃষ্টি হয়েছে আবারও যদি এভাবে বৃষ্টি হয় তাহলে আলু জমিতে জল জমে সদ্য লাগানো আলু পোঁচে যাওয়ার সম্ভাবনা থাকছেই।
আগেই আবহাওয়া দপ্তরের পূর্বভাস ছিল বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনার কথা। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি শুরু হওয়ায় একদিকে উধাও শীত অপরদিকে অকাল বৃষ্টিতে দুঃশ্চিন্তা বাড়াচ্ছে কৃষকদের।