নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সন্ন্যাসীহাট এলাকার উনিশপুর সমবায় সমিতির নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল গত বুধ ও বৃহস্পতিবার। লড়াই ছিল মোট ছয়টি আসনে। যদিও শাসকদল তৃণমূল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করলেও বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেনি এই নির্বাচনে। এর ফলে একরকম বিনা প্রতিদ্বন্দ্বীতেই জয়লাভ করল তৃণমূলের ছয়জন প্রার্থী।
এতে রীতিমতো উচ্ছ্বসিত বিজয়ী দলের সদস্যরা। তৃণমূলের পক্ষ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন, পরেশ রায়, ধীরেন রায়, সুনীল রায়, ইব্রাহিম মোহম্মদ, রুবি বানু ও সেবিকা রায়। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বিরোধী কোনও পক্ষের সমর্থকরাই মনোনয়ন জমা দেননি। এজন্য তৃণমূলের ৬ জন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বিজয়ী প্রার্থীদের নিয়ে তৃণমূলের পক্ষ থেকে আবির খেলে সকলকে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় এদিন।
বাহাদুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি জয়নাল আবেদিন বলেন, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের ছয়জন প্রার্থী। আমাদের আশা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কল্যাণে আগামীদিনে রাজ্যের সর্বত্রই এমন ফলাফল দেখা যাবে”।
যদিও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস অভিযোগ করে বলেন, “অত্যন্ত গোপনে এই নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছিল। বিরোধীরা কেউ যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে এজন্য পূর্ব পরিকল্পিতভাবে সবকিছু ঠিক করা হয়েছিল”।