মালদা সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে ফের উত্তেজনা! একী করছে বাংলাদেশ সেনা

মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ নিয়ে ফের উত্তেজনা ছড়াল। ভারতীয় ভূখণ্ডে কাজ চালালেও আপত্তি জানিয়েছে বাংলাদেশ।

author-image
Tamalika Chakraborty
New Update
bgb-bsf

নিজস্ব সংবাদদাতা: মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ নিয়ে ফের উত্তেজনা ছড়াল। ভারতীয় ভূখণ্ডে কাজ চালালেও আপত্তি জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং বাংলাদেশের কিছু নাগরিক। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ভারতের বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার বসানোর কাজ শুরু করেছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে বাধা আসার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই উত্তেজনার জেরে বিএসএফ আপাতত কাজ বন্ধ রেখেছে। বাংলাদেশি নাগরিকদের দাবি, কাঁটাতারের কাজ সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় তাদের জীবিকা ও চলাচলে বাধার সৃষ্টি হতে পারে। বিজিবি বিএসএফের কাছে বিষয়টি নিয়ে আপত্তি জানায়। দুই পক্ষের মধ্যে উত্তপ্ত আলোচনা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।