নিজস্ব সংবাদদাতা: দেশের সর্বত্র চলছে জালিয়াতি চক্র। রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছে তার শাখা প্রশাখা। আর এবার মুর্শিদাবাদের সুতিতে অবৈধভাবে আধার ও প্যান কার্ড তৈরির চক্রের হদিশ মিলল। পুলিশের জালে আটক হয়েছেন একজন ব্যাংক কর্মীও।
মুর্শিদাবাদের সুতিতে অবৈধভাবে আধার ও প্যান কার্ড তৈরির চক্রের হদিশ পাওয়া গেল সম্প্রতি। কিভাবে চলছিল এই জালিয়াতি চক্র? জানা যাচ্ছে, আইডি হ্যাক করে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল আধার ও প্যান কার্ড তৈরির কাজ।
পুলিশের তৎপরতায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তিনজন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে আধার কার্ড তৈরির মেশিন। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু আধার ও প্যান কার্ডও। পুলিশের জালে আটক হওয়া ধৃতদের নাম মনোজ কুমার মণ্ডল, ইসমাইল শেখ, আকবর আলি। ধৃতদের মধ্যে রয়েছে ১ জন ব্যাঙ্ককর্মীও। ধৃতদের সঙ্গে আর কারা যুক্ত আছেন,ম জিজ্ঞাসাবাদ করে জানতে চায় পুলিশ।