নিজস্ব সংবাদদাতা: বর্তমানে রমজান মাস চলছে। মুসলিম সম্প্রদায়েরও অনেকেই গরীব ও দুঃস্থ মানুষ আছে। এবার তাদের পাশে দাঁড়ালেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। তিনি ডেবরা ব্লকের অন্তগর্ত ৬০ টির বেশি মসজিদে ৬০ কেজি করে চিনি, ছোলা আর খেঁজুর তুলে দিচ্ছেন। কারণ যারা দুঃস্থ গরীব মুসলিম সম্প্রদায়ের মানুষজন আছেন তাদের রোজা খোলার ক্ষেত্রে সুবিধা হবে।
বিধায়ক হুমায়ুন কবীর বলেন, "আমি যেমন দূর্গা পুজোতে লাড্ডু দিই, হরি সংকীর্তনে বাতাসা দিই, ঠিক সেই ভাবে ঈদের আগে আমি মুসলিম সম্প্রদায়ের মানুষজনের জন্য চিনি, ছোলা, খেজুর তুলে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে"। বিধায়ক ড: হুমায়ুন কবীর নিজেই তার দলের কর্মী এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, সাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলিদের নিয়ে মসজিদে মসজিদে হাজির হচ্ছেন।