নিজস্ব প্রতিনিধি: বুধবার রাত ১২ :৪৫ টা নাগাদ শিলিগুড়ির ৩৫ নং ওয়ার্ডের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উল্টো দিকে অবৈধ তেলের গোডাউনে হঠাৎ করেই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেলে তৎক্ষণাৎ খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগে। দমকলের তিনটি ইঞ্জিন এবং ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)