ধর্ম নয় পাপ, আত্মরক্ষা নয় অপরাধ: আজকের পশ্চিমবঙ্গ ও হিন্দু উদ্বাস্তুদের প্রতি এক জবাবদিহির দাবি- তরুণজ্যোতির ট্যুইটে শোরগোল
রাজ্য সড়কে চাপ চাপ মাটি, চরম ভোগান্তি- এবার পদক্ষেপ পুলিশের
"প্রকৃতি বাঁচলে, আমরা বাঁচব, প্রকৃতি হাসলে, আমরা হাসব", অভিনব উদ্যোগ দাসপুরে
বছরের শেষের দিন কেমন যাবে মেষ, বৃষ ও মিথুন রাশির ভাগ্য?
বছরের শেষের দিন কেমন যাবে ধনু, কুম্ভ  ও মীন রাশির ভাগ্য?
রাশিফল: বছরের শেষ দিন চরম সাফল্যর পথে এই ৩ রাশি- কোন ৩ রাশি?
রাশিফল: বছরের শেষ দিন মুহূর্তে ভাগ্য বদলাবে ৩ রাশির- কোন ৩ রাশি?
মৌলবাদীদের সতর্ক করা হল! পরিস্থিতি সামাল দিতে কড়া বার্তা সেনা প্রধানের
'সর্প দোষ' কাটাতে জিভ ও ঠোঁট কেটে নিজের সাত মাসের মেয়েকে বলি! মাকে মৃত্যুদণ্ড দিল আদালত

স্ত্রীকে খুন করে টুকরো করল স্বামী! পুড়িয়ে দিল দেহাংশ

ফের নারকীয় কান্ড! স্ত্রীকে নৃশংস ভাবে খুন করে  টুকরো টুকরো করল স্বামী। শুধু তাই নয়! খুন করে পুড়িয়ে দেওয়া হল মৃতার দেহাংশ। শেষে মায়ের সাহায্যে সেই দেহ গোয়াল ঘরে পুঁতে দিল স্বামী।

author-image
Jaita Chowdhury
New Update
crime scene.jpg

নিজস্ব সংবাদদাতা: ফের নারকীয় কান্ড! স্ত্রীকে নৃশংস ভাবে খুন করে  টুকরো টুকরো করল স্বামী। শুধু তাই নয়! খুন করে পুড়িয়ে দেওয়া হল মৃতার দেহাংশ। শেষে মায়ের সাহায্যে সেই দেহ গোয়াল ঘরে পুঁতে দিল স্বামী। এমন নৃশংস হত্যাকাণ্ডের নজির দেখে কার্যত চমকে উঠলেন স্থানীয় মানুষ। ঘটনাটি জম্মু-কাশ্মীরের অনন্তনাগের আইসমুকাম পহেলগাঁও এলাকার ঘটনা। অভিযুক্তের নাম ইমরান খান। তাঁকে ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ইমরান খান অনন্ত নাগ জেলার আইসমুকাম এলাকার বাসিন্দা। তিনি তাঁর স্ত্রী শবনব আখতারকে খুন করেছেন। এই ঘটনাটি ঘটে ৪ অক্টোবরে৷ তিনমাস পর প্রকাশ্যে আসে সেটি। ১০ জানুয়ারি গ্রেফতার হন মূল অভিযুক্ত। ঘটনা প্রসঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে।

সূত্র মারফত খবর, স্ত্রীকে খুন করার পর ইমরান নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করে। মৃত মহিলার নাম শবনব। তিনি ছিলেন ইমরানের দ্বিতীয় স্ত্রী। তাঁকে খুন করার পর ইমরান ফের প্রথম স্ত্রীয়ের সঙ্গে থাকতে শুরু করে।