নিজস্ব সংবাদদাতা: ফের নারকীয় কান্ড! স্ত্রীকে নৃশংস ভাবে খুন করে টুকরো টুকরো করল স্বামী। শুধু তাই নয়! খুন করে পুড়িয়ে দেওয়া হল মৃতার দেহাংশ। শেষে মায়ের সাহায্যে সেই দেহ গোয়াল ঘরে পুঁতে দিল স্বামী। এমন নৃশংস হত্যাকাণ্ডের নজির দেখে কার্যত চমকে উঠলেন স্থানীয় মানুষ। ঘটনাটি জম্মু-কাশ্মীরের অনন্তনাগের আইসমুকাম পহেলগাঁও এলাকার ঘটনা। অভিযুক্তের নাম ইমরান খান। তাঁকে ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ইমরান খান অনন্ত নাগ জেলার আইসমুকাম এলাকার বাসিন্দা। তিনি তাঁর স্ত্রী শবনব আখতারকে খুন করেছেন। এই ঘটনাটি ঘটে ৪ অক্টোবরে৷ তিনমাস পর প্রকাশ্যে আসে সেটি। ১০ জানুয়ারি গ্রেফতার হন মূল অভিযুক্ত। ঘটনা প্রসঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে।
সূত্র মারফত খবর, স্ত্রীকে খুন করার পর ইমরান নিখোঁজ হওয়ার একটি অভিযোগ দায়ের করে। মৃত মহিলার নাম শবনব। তিনি ছিলেন ইমরানের দ্বিতীয় স্ত্রী। তাঁকে খুন করার পর ইমরান ফের প্রথম স্ত্রীয়ের সঙ্গে থাকতে শুরু করে।