'' মমতা একটা পাগলি, ওর কথার কোনও ঠিক নেই ''

মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Adrita
New Update
x

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন কে কড়া ভাষায় কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌

madman her words are not right

এবার সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের দুর্গাপুর শাখার সম্পাদক স্বামী আত্মস্থানন্দ। তিনি বলেন, " রামকৃষ্ণ মিশনেরও নাম এতে জড়িয়েছে। আমরা যা সিদ্ধান্ত নিই সেটা আমাদের মূল শাখা থেকে হয়। কোন ব্রাঞ্চ সিদ্ধান্ত নিতে পারে না। এটাই এখানকার নিয়ম। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কি ব্যাখ্যা করব। উনি আসলে একটা পাগলি! ওনার কথার কোন ঠিক নেই! প্রধানমন্ত্রীকে উল্টোপাল্টা বলেন। ‌ একজন মুখ্যমন্ত্রীর যে কথা বলা উচিত, উনি তা বলেন না। এটা মাথা খারাপ ছাড়া আর কি ! "

Add 1