নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা হবে। ঠিক তার আগেই বিভিন্ন জেলায় জেলায় চলছে জনগর্জন সভার প্রস্তুতি সভা। আজ দুপুরে ঘাটাল সাংগঠনিক জেলার ডেবরা ব্লকের অর্জুনী এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার আগে প্রস্তুতি সভা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী মানষ রঞ্জন ভূঁইয়া, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গ।
মঞ্চ থেকে দাঁড়িয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ করব, নিশ্চিতভাবে কারোর মধ্যে যদি কিছু ভেদাভেদ থাকে, সেটাকে উপেক্ষা করা। দল বাঁচলে সবাই বাঁচবেন। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কাউকে কিছু দেননি একথা যেমন ঠিক নয়। তিনি নবীন প্রবীণের সমন্বয়ে চেষ্টা করেছেন। সমস্ত শাখা সংগঠনের মানুষদের একত্রিত করে আপনারা পায়ে হেঁটে ব্রিগেডে পৌঁছে প্রমাণ করে দেবেন। ব্রিগেডের সমাবেশের মধ্যে দিয়েই সেদিন প্রমাণ করে দেবেন ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার মালিক একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা পুরো ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছে অর্থাৎ বোঝাতে চাইছে ভারতবর্ষের মাটিতে ব্রিগেডের ব্যাপারটা কি দাঁড়ায়। এই জনগর্জন সভার মাধ্যমে আপনারা প্রমাণ করে দেবেন আগামী দিনে ভারতবর্ষে নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়।”