মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ভাঙাচোরা ঘরে বসবাস, মেলেনি সরকারি সহায়তা

মেলেনি সরকারি সহায়তা।

author-image
Adrita
New Update
স

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বাড়িতে জ্বলেনি বৈদ্যুতিক আলো। একমাত্র মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ভাঙাচোরা বাড়িতে চলছে মা ছেলের জীবন যাপন। মেলেনি আবাসের বাড়ি। সরকারি সাহায্য বলতে শুধু লক্ষীর ভান্ডারে টাকা,আর মেলেনি কোন সরকারি সাহায্য।

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর ১ নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রামের অষ্টমি দিগপতি ও তার ছেলে কার্তিক দিগপতির এমনভাবেই চলছে জীবন যখন। অভিযোগ অসহায় পরিবারের কথা ভাবেনি কেউ। অষ্টমী দিগপতির দুই ছেলে। এক ছেলে বিয়ে করে আলাদা হয়ে সংসার করছে।

অষ্টমী তার ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন নিয়ে ভিক্ষে করে ভাঙাচোরা বাড়িতে রাতে মোমবাতির আলো জ্বেলে করছে জীবনযাপন।এলাকাবাসী থেকে শুরু করে সকলেই বলছেন এই পরিবারের দিকে নজর দেয়নি প্রশাসন। যদি এ বিষয়ে দাসপুর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র বলেন পরিবারটিকে সাহায্য করা হবে।