নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের চকসাহাপুর এলাকার বাসিন্দা আশীষ ভক্তা। মামা বাড়িতে বসবাস করছে প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে। বর্তমানে ত্রিপলের ছাউনি দিয়েই বাড়ির মধ্যে সদ্য জন্মানো কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতে খুবই অসুবিধা হয়। এলাকায় পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধিদের জানানো হলেও সরকারি সহযোগিতার বাড়ি পাননি এখনও।
/anm-bengali/media/media_files/2025/03/24/kePBcBBFhoucCcnFW3eX.png)
ঝড় বৃষ্টির সময় চরম ভোগান্তির শিকার হতে হয় আশীষ ভক্তা ও তার পরিবারকে। আর এই খবর ছড়িয়ে পড়তেই ওই পরিবারের সঙ্গে কথা বলতে হাজির হন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু। তিনি জানান, “এলাকার অধিকাংশ মানুষই সরকারি বাড়ি পেয়েছে। ওর ক্ষেত্রে নিজের জায়গা না থাকায় সমস্যা হচ্ছে সরকারি বাড়ি পাওয়ার ক্ষেত্রে। বর্তমানে যে জায়গার ওপরে ওনারা বসবাস করছেন, সেই জায়গা ওনার মামা ওনার নামে করে দিয়েছেন। এইবারে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি বাড়ি দেওয়ার চেষ্টা করব আমরা”।
ওনার যে নিজের নামে জায়গা ছিল না সে কথাও স্বীকার করেছে আশীষ ভক্তা।