থানায় গিয়ে আক্রান্ত খড়গপুরের প্রাক্তনী !

ব্যাঙ্কের পাসবই হারিয়ে যাওয়ায় থানায় গিয়েছিলেন ইমন ৷ সাহায্য করা তো দূর অস্ত, ঘরে ঢুকিয়ে তাঁকে বেধড়ক পেটাল পুলিশ ৷ নিন্দার ঝড় সোশাল মিডিয়ায় ৷

author-image
Jaita Chowdhury
New Update
Police

নিজস্ব সংবাদদাতা: সাহায্য করার পরিবর্তে দাদাগিরির অভিযোগ। শিরোনামে মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশের বিরুদ্ধে । ব্যাঙ্কের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হলেন ইমন কল্যাণ নামে এক যুবক । তিনি খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র ৷ সেখান থেকে পিএইচডি সম্পূর্ণ করেছেন ৷ মঙ্গলবার থানার ভিতরে তাঁকে ব্যাপক মারধরের বিষয়টি সামনে আসতেই উঠেছে নিন্দার ঝড় ৷

 

up police s

 

আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র, গবেষক ডঃ ইমন কল্যাণ ব্যাঙ্কের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে ডোমকল থানায় গিয়েছিলেন ৷ অভিযোগ শোনার পর তাঁকে অপমান করেন ও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস ৷ তাঁকে সিসিটিভি নেই এমন একটি ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে জানান ইমন ৷