‘বিতর্কিত’ চার অঞ্চল ছেড়ে দিতে হবে রাশিয়াকে ! শান্তির পথে আসতে এই বার্তাই দিলেন ট্রাম্পের দূত
এবার ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ আয়ে নজর পড়েছে আমেরিকার !
ইউক্রেনের সুমি সীমান্তে উত্তেজনা, রুশ অগ্রগতি রুখতে অতিরিক্ত সেনা মোতায়েন ইউক্রেনের
ওয়াকফ বিরোধী বিক্ষোভে ব্যাপক ক্ষতিগ্রস্থ ধুলিয়ান গঙ্গা ও নিমতিতা স্টেশন ! দেখুন লেটেস্ট আপডেট
সুতী ও সামশেরগঞ্জে মোতায়েন করা হল নিরাপত্তা বাহিনী ! দেখুন এই মুহূর্তের বড় খবর
বড় খবর ! রাতেই রাজ্যে এসে পৌঁছালেন অমিত শাহ
পর্তুগাল ও স্লোভাকিয়ায় ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দিল্লি ফিরলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
জঙ্গিপুরের সুতী ও সামসেরগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে ! টুইট করে দাবি করলো পশ্চিমবঙ্গ পুলিশ
ওয়াকফ বিলের বিরোধীতায় মানববন্ধন!

দত্তপুকুর কাণ্ডে মূল অভিযুক্ত জলিল এবার পুলিশের জালে

সেখানকার আদালতে তাঁকে তুলে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসবে পুলিশ প্রশাসন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: দত্তপুকুরের কাটামুণ্ডু কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত জলিল। জম্মুর সাম্বা থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্ত জলিলকে। পুলিশের হাত থেকে বাঁচতেই জম্মুর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছিল সে। এমনকি জম্মুর বিভিন্ন এলাকায় ভাঙাচোরা জিনিষ কেনা-বেচাকারী হিসেবে কাজও করছিল সে। দীর্ঘদিন ধরে তাঁর সন্ধান চালাচ্ছিল পুলিশ। আর এবার অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল এই কাণ্ডের মূল অভিযুক্ত।

যা জানা যাচ্ছে, আজই সেখানকার আদালতে তাঁকে তুলে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসবে পুলিশ প্রশাসন। যদিও এখনও নিহত যুবক হজরত লস্করের কাটামুণ্ডুর সন্ধান মেলেনি, তবে পুলিশ মনে করছে, ধৃত জলিলকে জেরা করলেই ঘটনার সম্পূর্ণ সত্য প্রকাশ পাবে।

Bangladeshi Arrested

এর আগে এই মামলায় নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রীকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, নিহত হজরতের সঙ্গে তার ভাইয়ের স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল, যা জানার পরেই রাগের বশে খুন করা হয় হজরতকে। মূল অভিযুক্ত জলিল কাশ্মীরে গা-ঢাকা দিয়েছিল এবং সেখানে পুরনো ভাঙাচোরা জিনিস কেনাবেচার ব্যবসা শুরু করেছিল। তবে শেষরক্ষা হল না। বুধবার বিকেলে জলিলের অবস্থান শনাক্ত করে সাম্বা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে পাকড়াও করে।

নিহত যুবকের পরিচয় খুঁজে বের করার জন্য পুলিশ নির্ভর করেছিল তার বাঁ হাতে থাকা ট্যাটুর ওপর। সেই সূত্র ধরেই তদন্ত এগোতে থাকে এবং অবশেষে তার পরিচয় নিশ্চিত হয়।
পুলিশের আশা, ধৃত জলিল মুখ খুললেই উদ্ধার হতে পারে হজরত লস্করের কাটা মাথা। একই সাথেই স্পষ্ট হবে এই জঘন্য হত্যাকাণ্ডের আসল উদ্দেশ্য।