স্টেশনের সামনে অবৈধ দোকানঘর ভাঙল রেল

অবৈধ দোকানঘর ভাঙল।

author-image
Adrita
New Update
হ

নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী স্টেশনের সামনে দীর্ঘ কয়েক দশক ধরে থাকা ব্যবসায়ী, বসবাসকারী ও ক্লাব সংগঠনের সমস্ত কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দিল রেল দপ্তর। জানা গিয়েছে, সোমবার রেলের পক্ষ থেকে স্টেশনে সামনে থাকা অবৈধ দোকান ঘর গুলি জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়।

স্টেশনের ঢোকার প্রবেশপথে বেশ কয়েকটি অবৈধভাবে বাড়ি তৈরি হয়েছিল। যেই জায়গা গুলি রেলের নিজস্ব জায়গা বলেই চিহ্নিত রয়েছে। তবে সেই জায়গায় কেউ বা কারা ঘর করে ক্লাব বা দোকান চালাচ্ছিল। 

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, বারবার রেলের পক্ষ থেকে নিষেধ করা হলেও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই  গজে উঠেছিল অবৈধ নির্মাণ গুলি। তবে এদিন তা ভেঙ্গে দেওয়ার পর, অনেকেই বলছে যারা ওইখানে ব্যবসা-বাণিজ্য করে থাকছিল তাদের রোজ রোজগারের সমস্যা দেখা দিল।

Community-verified icon