নিজস্ব সংবাদদাতা: ICDS কেন্দ্রের বেহাল অবস্থা, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। শিশুদের খাবার তৈরির জায়গাতেও নেই ছাউনি। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের নন্দনপুর ২ নং গ্রাম পঞ্চায়েতে বিহারীচক গ্রামে।
জানা যায় বেশ কয়েক মাস ধরে খোলা আকাশের নিচে ICDS কেন্দ্রে শিশুদের খাবার তৈরি হচ্ছে। পাশাপাশি শিশুদের বসার জায়গার উপরে নেই ছাউনি। ICDS কেন্দ্রের ছাউনির অ্যাডভেস্টর ভেঙে ঝুলছে, কোথাও আবার দেখা নেই অ্যাডভেস্টরের। ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের। গ্রীষ্ম হোক বা বর্ষা খোলা আকাশের নিচে বসতে হচ্ছে শিশুদের। পাশাপশি শিশুদের খাবার তৈরির জায়গাতেও নেই ছাউনি।
যদিও গ্রামের মানুষজন থেকে শুরু করে ICDS কর্মীরা প্রশাসন কে বিষয়টি জানিয়েছেন। যদিও এই বিষয়ে মেলা গ্রাম পঞ্চায়েত সদস্যা মিনু জানা বলেন, ‘খুব শীঘ্রই কাজ শুরু হবে’। কিন্তু সেই সঠিক সময় কখন তা জানা নেই কারোরই। এখন দেখার কবে প্রশাসন ICDS কেন্দ্রটিকে মেরামত করে?