নিজস্ব সংবাদদাতা: ভাটপাড়া শ্যুট আউটের ২৪ ঘন্টা পেরতে না পেরতেই এবার হুগলীর মগরায় শ্যুট আউট। গুলির আঘাতে আহত ২ জন। গতকাল গভীর রাতে বাইকে চড়ে ফেরার সময় হামলা হয় তাঁদের ওপর। গাড়িতে চেপে হামলা চালায় দুষ্কৃতিরা। ঘটনায় গুলিবিদ্ধ হন বিশ্বজিৎ দে ও মইদুল ইসলাম। পুরনো শত্রুতার জেরে এই হামলা, এমনটাই অনুমান পুলিশের।
File Picture
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)