আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যাওয়াই হল কাল, ফাঁকা বাড়িতে বড়সড় চুরি

ফাঁকা বাড়িতে চুরি হয়েছে।

author-image
Aniket
New Update
c

 

নিজস্ব প্রতিনিধি, দাসপুর: আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন, এদিকে ফাঁকা বাড়িতে একাধিক তালা ভেঙে চুরি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চাঁইপাট গ্রামের বটতলার মন্ডল পাড়ায়। মিষ্টির দোকানের কর্মচারী সুবল মন্ডলের বাড়িতে গতকাল রাতে চুরির ঘঠনাটি ঘটে‌। পরিবারের সদস্যদের অভিযোগ চুরি গিয়েছে নগদ নগদ প্রায় ৪০ হাজার টাকা সহ প্রায় ৩৩ গ্রাম সোনার গয়না ও কিছু রূপোর সামগ্রী।

ওই পরিবারের গিন্নী বিমালা মন্ডল জানান, ঘটনার একদিন আগে হুগলীর নন্দনপুরে এক আত্মীয়ের বাড়িতে অষ্টপ্রহরের অনুষ্ঠানে গিয়েছিলেন স্বামী - স্ত্রী। কর্মসূত্রে তিন ছেলে ও দুই বৌমা ভিনরাজ্যে রয়েছেন।আত্মীয়ের বাড়িতে যাবার আগে প্রতিবেশীদের নজরদারি করতে বলে গিয়েছিলেন। আজ সকালে ঘটনা চাক্ষুস করে তারাও হতবাক। ঘটনার খবর পেয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফিরেছেন দুজনে। অবাক করার বিষয় বাড়ির তিনটি রুমের দরজার হ্যাজবেল কেটে আলমারি ভেঙে জিনিসপত্র চুরি গেলেও চোরেরা চতুরতার সঙ্গে রান্নাঘরটি এড়িয়ে গিয়েছে। এখানেই সন্দেহ পরিবারের। তবে কি চোরেরা আগে থেকেই ঘরের বিষয়ে খুঁটিনাটি জানত? ঘটনার পেছনে কি পরিচিত কারো হাত রেয়েছে?