নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ তাপপ্রবাহের পর শুক্রবার থেকে তাপমাত্রার পারদের পতন হতে শুরু করেছিল। শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার পারদের পতন হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের কমলা সতর্কতা ছিল। হাওয়া অফিস বলছে বৃষ্টি এবং কালবৈশাখীর সতর্কতা রয়েছে রবিবার থেকে। ৭ মে মালদহ এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সোমবার থেকে শুক্রবারের মধ্যে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে।
/anm-bengali/media/media_files/yDaFrUN3yfzETmEVlsT0.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)