সুতি থানার IC বদল
ওয়াকফ বিল নিয়ে এবার মুখ খুললেন ডিএমকে নেতা টি কে এস এলানগোভান
দুধ দেওয়া গরুদের গাধা বানাচ্ছেন মমতা ! মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিস্ফোরক টুইট করলেন তরুণজ্যোতি তেওয়ারি
বাঁকুড়ায় ব্যাপক বৃষ্টি! শিলাবৃষ্টিতে কাটল অস্বস্তি
নতুন বৌদি...! দিলীপ ঘোষের বিয়ের খবর আসতেই আত্মহারা দেবাংশু! করলেন বিশেষ পোস্ট
রাশিয়ার যুদ্ধের কোনও শেষ না দেখেই সর্বোচ্চ পর্যায়ের আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন
ওয়াকফ বিল নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন আইনমন্ত্রী
জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও এক ! বড় আপডেট দিলেন সুপ্রতিম সরকার
গ্যাস ও পেট্রোলের দাম উত্তপ্ত বেঙ্গালুরু, কী বলছেন কর্ণাটকের মন্ত্রী ডঃ শরণ প্রকাশ?

ফের বাঘের আতঙ্ক, ভীতসন্ত্রস্ত স্থানীয়রা

আতঙ্কে স্থানীয়রা।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ফের বাঘের আতঙ্ক বাঁকুড়ার জঙ্গল মহলে। দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল সাত সকালেই গ্রামের রাস্তায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অনুমান ওই অজানা জন্তুর পায়ের ছাপ সম্ভবত বাঘের ছাপ হতে পারে। এই পায়ের ছাপ দেখার পরেই বাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আবারো বাঘেত আতঙ্ক ছড়ালো জঙ্গল মহলে। রানিবাঁধ ব্লকের বাগডুবি গ্রামের রাস্তায় একাধিক বড় কোনো জন্তু পায়ের ছাপ দেখতে পান  গ্রামবাসীরা।  

পায়ের ছাপ গুলি দেখে গ্রামবাসীরা মনে করছেন সম্ভবত বাঘের পায়ের ছাপ হতে পারে। কারণ এত বড় জন্তুর পায়ের ছাপ এলাকায় আগে কোনদিন দেখা যায়নি বলে গ্রামবাসীদের দাবি। গ্রামের যাতায়াতের কাঁচা রাস্তা জুড়ে ওই ছাপ গুলি রয়েছে। পাশাপাশি ওই অজানা জন্তুর পায়ের ছাপগুলি পরপর জঙ্গলের দিকে চলে গেছে। সূত্রের খবর,  

ইতিমধ্যেই বনদপ্তরের পক্ষ থেকে পায়ের ছাপ গুলি পরীক্ষা করা হচ্ছে। ‌পাশাপাশি পায়ের ছাপ গুলিকে ডালপালা দিয়ে যত্ন করে ঢেকে রাখা হচ্ছে। যদিও পায়ের ছাপ গুলি বাঘের পায়ের ছাপ কি না তা  বনদপ্তরের পক্ষ থেকে এখনো  জানানো হয়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বনদপ্তরের আধিকারিকরা।  তবে পায়ের ছাপ গুলি দেখে গ্রামবাসীরা যথেষ্টই আতঙ্কিত। বাড়ির গৃহপালিত পশু বাড়ির গোয়ালে বেঁধে রেখেছেন বলে গ্রামবাসীদের দাবি।