চন্দননগরে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত পরিবেশ মেলায় পর্বত আরোহী পিয়ালী বসাক হিমালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। জানুন কি বলেছেন তিনি...
নিজস্ব সংবাদদাতা : ANM নিউজ এর পক্ষ থেকে আজ পৌঁছে যাওয়া হয়েছিল চন্দননগরে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত একটি পরিবেশ মেলায়। যেখানে পর্বতারোহী পিয়ালী বসাক কে আমরা পেয়েছি। এভারেস্ট জয়ী পিয়ালী বসাকের কাছে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এবং তার এভারেস্ট আরোহণের বিষয় জানতে চাওয়া হলে পিয়ালী আমাদের বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দেন।
পর্বতারোহী পিয়ালী বসাক বলেন , " সবার আশীর্বাদ এবং ভালোবাসায় আমার এভারেস্ট এবং পৃথিবীর আরো ছয় টি উচ্চতম শৃঙ্গ আরোহণের সৌভাগ্য হয়েছে। সেখানে আমি লক্ষ্য করেছি যে হিমালয় বিপন্ন। রাস্তাঘাট তৈরি যেখানে সেখানে হোটেল তৈরির ফলে প্রচুর পরিমাণে ধস নামছে, যার ফলে প্রাণহানি হচ্ছে। আমাদের কিন্তু হিমালয় কেও বাঁচাতে হবে। হিমালয়ের উপরেই আমাদের সভ্যতা, মানুষজন সবকিছু নির্ভরশীল। সে দিক থেকে আমাদেরও প্রাণ বিপন্ন হয়ে যাচ্ছে।"
এছাড়াও তিনি বলেন, "টুরিস্টদের ক্ষেত্রেও আমি বলব যে আপনারা যে যান এবং বলেন আমাকে হিমালয় ডাকছে, পাহাড় ডাকছে বলে আপনারা সেখানে গিয়ে চিপসের প্যাকেট প্লাস্টিকের বোতল ইত্যাদি ফেলে আসেন সেদিকেও আপনাদের যথেষ্ট সচেতন হতে হবে। হিমালয় কে বাঁচাতে গেলে টুরিস্টদের সাথে সাথে পাহাড়ি এলাকার লোকজনদের সচেতন হতে হবে যে যার তারা যাতে পাহাড়কে পরিষ্কার রাখে। বিশ্ব উষ্ণায়নের ফলে যেভাবে পাহাড়ের ক্ষতি হচ্ছে গ্লেসিয়ার গলে যাচ্ছে তাতে সাধারণ মানুষের পাশাপাশি সরকারকেও যথেষ্ট ভাবে সচেতন থাকতে হবে।