নিজস্ব সংবাদদাতা: মানবাজার থানার অন্তর্গত বারকুড়ি গ্রামে ইলেকট্রিক খুঁটিতে শট সার্কিটের সংস্পর্শের কারণে এদিন মৃত্যু হয় একটি গবাদি পশুর। বারকুড়ি গ্রামের বাসিন্দা যমুনা তুঙ্গবাবু, প্রতিদিনের মতো তিনি আজ সকালেও গরু নিয়ে যাচ্ছিলেন ওই ইলেকট্রিক পিলারের পাশ দিয়ে। সেই সময় আচমকায় তড়িৎ আহত হন তিনি এবং তাঁর গবাদি পশু। ফলে গরুটি মারা যায় ও যমুনা তুঙ্গবাবু আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার বিদ্যুৎ দপ্তরের পরিষেবাযান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/anm-bengali/media/media_files/2024/10/26/ZQ9KFDVvbNnZzfKrMBiu.jpg)