নিজস্ব সংবাদদাতা: “মেজাজ হারায়নি মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেয়াদবি করতে এলে বাড়ি থেকে টেনে এনে পিটবো, সে যেই পার্টিরই হোক”। গতকালের পর আজও নিজের মেজাজ ধরে রাখলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এদিন, খড়গপুর বোগদা এলাকাতে চা চক্রে যোগ দিয়েই একেবারে রণংদিহি মেজাজে ধরা দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি ঠিক কি বললেন আসুন শুনে নিই -