নিজস্ব প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুর : ইট বোঝাই গাড়ি চাপা পড়ে মৃত ১, আহত ৫ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ২ নম্বর অঞ্চলের রাজোগ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৯ টার সময় একটি লরিতে বোঝাই করা ইট খালি করতে যাচ্ছিল ৬ শ্রমিক। রাজগ্রাম থেকে আমনপুর যাওয়ার সময় মাঠের মাঝখানে হঠাৎ এই লরিটি ধান বিলে পাল্টি খেয়ে যায়। চালক ও খালাসি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। ৬ জন শ্রমিকের মধ্যে ২ জন শ্রমিক চাপা পড়ে যায়, বাকি চারজন ধান বিলের মধ্যে পড়ে। ইট চাপা ২ জন শ্রমিকের মধ্যে ১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি ৫ আহত শ্রমিককে মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা স্থলে পৌঁছেছে আনন্দপুর থানার পুলিশ। এলাকায় যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।