নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার খেজুরডাঙ্গা এলাকায় চন্দ্রকেতু পার্কে দাওয়াত-ই-ইফতারের আয়োজন করেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া।
/anm-bengali/media/post_attachments/401a2e6b-651.png)
শনিবার ছিল ২৮ তম রোজার দিন, বিধায়ক আয়োজিত দাওয়াত-ই-ইফতারে চন্দ্রকোনা বিধানসভার বিভিন্ন এলাকা থেকে প্রায় চারশো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে পার্কে একসাথে নামাজ পড়া থেকে সকলে মিলে একসাথে ফলাহার করে রোজা ভাঙেন।
/anm-bengali/media/post_attachments/4fbf7a78-4ba.png)
বিধায়ক আয়োজিত দাওয়াত-ই-ইফতারের আয়োজনের প্রশংসা করেন উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন।
/anm-bengali/media/post_attachments/cf3b66de-1db.png)
বিধায়ক অরুপ ধাড়া সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ঈদের আগাম শুভেচ্ছা জানান।
/anm-bengali/media/post_attachments/ead5c06a-d67.png)
সকল ধর্মের মানুষদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি সৌহার্দ্যর বার্তা দেন তিনি।
/anm-bengali/media/post_attachments/fb793269-f5a.png)
/anm-bengali/media/post_attachments/98aa34fc-8f9.png)