নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: গত রবিবার পূর্ব মেদিনীপুরের ময়নার রায়চকের চন্ডিয়া নদীতে একটি বস্তাবন্দী বিবাহিত মহিলা মৃতদেহ উদ্ধার করে ময়না থানার পুলিশ। সেই বস্তা থানাতে নিয়ে এসে খুলতে তাজ্জব হয়ে যায় পুলিশ। ওই মহিলার মৃতদেহ থাকলেও মুন্ডু ছিলনা তবে পরনে শুধুমাত্র লাল ব্লাউজ এবং সবুজ সায়া ছিল , শরীর থেকে দুর্গন্ধ বার হচ্ছিল।
পুলিশের প্রাথমিক অনুমান ওই মৃতদেহটি জোয়ারের জলে ভেসে আসেনি ,দুষ্কৃতীরা কোন জায়গায় মেরে বস্তা বন্দী করে নিয়েছে চন্ডী নদীতে ফেলে দেয়। পশ্চিম মেদিনীপুরের সবং থানার ওসি সহ পূর্ব মেদিনীপুরের ময়না থানার ওসি এবং দুই জেলার এসডিপিও মুন্ডুর খোঁজে ড্রোন চালিয়ে তদন্ত চালানোর পাশাপাশি স্নিফার ডগ দিয়েও বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়।
যদিও এখনো পর্যন্ত এই মহিলার মৃতদেহের মুন্ডু খুঁজে পাওয়া যায়নি।