হরি ঘোষ, পানাগড়: সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ এর এসএসসির প্যানেল বাতিল। চাকরি হারিয়েছে প্রায় ২৬ হাজার। এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের এই অভিযোগ তুলে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে নামলো ভারতীয় জনতা পার্টি।
/anm-bengali/media/post_attachments/5460d825-709.png)
শুক্রবারের এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। বিক্ষোভের নেতৃত্ব দেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি রমন শর্মা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনেকেই তৃণমূলের কাছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। কিন্তু যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি গেল কেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন মহামান্য আদালতের কাছে নথি জমা দিলেন না। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছি”।