নিজস্ব প্রতিনিধি, গড়বেতা: এ এক অন্য জন্মদিনের কথা। কখনও শুনেছেন ফায়ার স্টেশন বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে রক্তদান শিবির এবং মহা মধ্যাহ্নভোজের আয়োজনের মাধ্যমে পালন করা হয় ফায়ার স্টেশনের হ্যাপি বার্থডে?
/anm-bengali/media/media_files/2025/03/05/VFKuDitC92Xp7lRrbFmL.PNG)
২০২৪ সালের ৫ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গড়বেতায় বহু অপেক্ষাকৃত অগ্নি নির্বাপন জরুরী পরিষেবা দপ্তরের উদ্যোগে এই অগ্নি নির্বাপন কেন্দ্রটির শুভ উদ্বোধন হয়। সেইদিকেই লক্ষ্য রেখে ওসি মাধব চন্দ্র মাঝির চিন্তাভাবনায় ফুটে ওঠে অগ্নি নির্বাপন কেন্দ্রের জন্মদিন। উপস্থিত ছিলেন ডিভিশনাল ফায়ার বাম কুমার চৌধুরীসহ অন্যান্য আধিকারিকরা। ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে। এই ঘটনার সাক্ষী রইলেন গড়বেতা এলাকার মানুষজন যা দেখে হতবাক।