নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের হরিরহাট এলাকায় গতকাল রাতে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে, যেখানে এক বাইক আরোহীর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম হেমন্ত হাজরা, তিনি সবংয়ের কুন্ডলপাল এলাকার বাসিন্দা।
/anm-bengali/media/media_files/2025/03/07/ULAovZcGRfmQ96REiNL2.jpg)
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে রাতে যখন হেমন্ত হাজরা বাইক চালিয়ে যাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
/anm-bengali/media/media_files/1000069163.jpg)
এই দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।