ডেবরার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াল বালিচক স্কুল বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি

শুরু হয়ে গিয়েছে পুজো। বন্যায় বিধ্বস্ত ডেবরাবাসী।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
hy

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ ডেবরায় বন্যার পর এখনও জলবন্দি রয়েছেন মানুষজন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। এবার পুজোর খরচ কিছুটা বাঁচিয়ে বন্যা দুর্গতদের জন্য খাওয়ার ব্যবস্থা করলো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্কুল বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এদিন ডেবরা ব্লকের বিক্রমপুর হাইস্কুলে ১২০০ জনকে ভাত, ডাল, সব্জি, ডিম, চাটনি ইত্যাদি পদ তৈরি করে খাওয়ানো হয়।

উল্লেখ্য, ১৮ দিন পার হয়ে গেলেও, এখনও জলমগ্ন ডেবরার বেশ কয়েকটি মৌজা। এমন অবস্থায় এই কমিটি নেমেছে মানুষজনের পাশে থাকার জন্য। পুজো উদ্যোক্তারা জানান, '' এইবারের বন্যায় ডেবরায় প্রচুর ক্ষতি হয়েছে। মানুষজন ঘরছাড়া হয়েছে। সব্জি, খাবার সব নষ্ট হয়েছে। তাই আমরা পুজোর খরচ বাঁচিয়ে বন্যা দুর্গতদের জন্য এক বেলার খাবারের ব্যবস্থা করেছি। ''

অপরদিকে পূজো কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানান ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর। তিনি বলেন, '' বন্যা পরিস্থিতিতে আমরা সর্বস্তরের মানুষজনকে সাহায্যের হাত বাড়ানোর আবেদন করেছি। '' যে সমস্ত পুজোকমিটিগুলি এই বন্যায় মানুষজনের পাশে রয়েছে তাদের সবাইকেই ধন্যবাদ জানান প্রদীপ কর। 

impac puja 2024

i