নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

মৃত বাচ্চা হাতি।

author-image
Adrita
New Update
elephant attack

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের। হাতির মৃত্যু ঘটনায় চঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকার সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায়। জানা গিয়েছে, আজ ভোররাতে একটি হাতির দল ঝাড়গ্রামে নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মহাপালের দিকে আসছিল, আর সেই সময় নদী পেরোতে গিয়েই ওই দল হাতির সাথে থাকা একটি হস্তি শাবকের নদী পার না হতে পেরে জ্বলে ডুবে মৃত্যু হয়।

স্থানীয়রা জানাচ্ছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই নদীর জল বেড়ে ছিল আর এর ফলে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। আজ দুপুর বেলায় স্থানীয়রা হস্তি শাবকটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বনদপ্তরকে। ঘটনাস্থলে বনদপ্তর এসে উদ্ধার করে বাচ্চা হাতিটিকে।

i