নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: কাঁথি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে গৃহ নির্মাণের জল নেওয়াকে কেন্দ্র করে বাক বিতণ্ডায় জড়ালেন খোদ কাঁথি পৌরসভার পুর প্রধান। পাল্টা অকথ্য গালাগালি করার অভিযোগ বাধাদানকারীর বিরুদ্ধে।
জানা যাচ্ছে, কাঁথি পৌরসভার দিঘা বাইপাস সংলগ্ন এলাকায় ১৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমিতে থাকা একটি জলাশয় থেকে জল নিতে অনুমতি দেয় কাঁথি পৌরসভা জনৈক ব্যক্তিকে। কিন্তু ঐ জমির পাশের জমির মালিক জল নিতে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনা জানাজানি হতেই প্রথমে ওয়ার্ড কমিটি বাধাদানকারী ব্যক্তিকে বোঝাতে গেলে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। সেই খবর পেয়ে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি ১৪ ওয়ার্ডে গেলে তাকে উদ্দেশ্য করে গালাগালি করে বলে অভিযোগ।
আর এই বাকবিতণ্ডার মাঝে পৌরপিতা সুপ্রকাশ গিরি বাধাদানকারী ব্যক্তিকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এই ঘটনার পর ঐ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর সত্যতা এএনএম নিউজ যাচাই করেনি।