নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: আবারও নতুন করে বাঘের আতঙ্ক বান্দোয়ান ও বোরো এলাকায়। আজ সকালে বোরো থানা এলাকার কৃষ্ণপুর, লালডুংরী, হাতিরামগোড়া এইসব এলাকায় বাঘের ছাপ পাওয়া গেছে।
জানা যায় যে সকালবেলা চাষের জমিতে গিয়ে সাধারণ মানুষ বাঘের পায়ের ছাপগুলি দেখতে পান। আবারো নতুন করে বাঘের পায়ের ছাপ মেলায় বান্দোয়ান ও বোরো এলাকায় নতুন করে তৈরি হয়েছে বাঘের আতঙ্ক।