রামনবমীতে বিশেষ নজরদারি লালবাজারে, মোতায়েন ৫ হাজার পুলিশ

৬ এপ্রিল রামনবমী ৷ সেদিন মহনগরের নিরাপত্তা আঁটোসাঁটো করতে এখন থেকেই তৎপর কলকাতা পুলিশ ৷

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
ramnavami

নিজস্ব সংবাদদাতা: রামনবমীকে কেন্দ্র করে সাজোসাজো রব লালবাজারে ৷ ৬ এপ্রিল রামনবমীর দিন কলকাতার নিরাপত্তা আঁটোসাঁটো করতে ইতিমধ্যেই তৎপর কলকাতা পুলিশ ৷ অতিরিক্ত বাহিনী মোতায়েন থেকে শুরু করে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের নীল নকশাও তৈরি করে ফেলেছেন লালবাজারের শীর্ষকর্তারা ৷

ramnavami odisha.jpg

যদিও নিরাপত্তা নিয়ে মুখ খুলতে নারাজ কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিক ৷ যুগ্ম নগরপাল পদের এক আধিকারিক বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হল শান্তিপূর্ণ ভাবে সব কিছু মেটানো । তবে বাড়তি সতর্কতা আমাদের নিতেই হবে । তাই জন্য গত কয়েক বছরের রামনবমীর শোভাযাত্রার নিরাপত্তার থেকে এবারের নিরাপত্তা আরও বেশি ৷"